সোমবার, ০৮:৫০ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পটুয়াখালী গণপূর্তের সেই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮ বার পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

পটুয়াখালী গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বাদী হয়ে মামলাটি করেন বলে পটুয়াখালী দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী জানিয়েছেন । তিনি জানান, মামলাটির অনুলিপি পটুয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। দ্রুত মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হবে।

আসামি হারুন অর রশিদ ২০১৮ সালের ১ অক্টোবর থেকে পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৮তম বিসিএস কর্মকর্তা। হারুন অর রশিদ কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মামলায় বলা হয়েছে, ৮ অগাস্ট বরিশাল শহরের হাতেম আলী চৌমাথা এলাকায় নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের গাড়ি তল্লাশি করে ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার, ৪৮ দশমিক ২৫ ভরি স্বর্ণালংকার ও বেশ কিছু চেক বই জব্দ করা হয়।

তাৎক্ষণিক জব্দ করা এসব অর্থ ও সামগ্রীর কোনো উৎস নিশ্চিত করতে পারেননি হারুন অর রশিদ; যা জ্ঞাত আয় বহির্ভূত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়ক শাহাব উদ্দিন মিয়া বরিশাল কোতোয়ালি থানায় হারুন অর রশিদ বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে পুলিশ সদস্যরা কর্ম বিরোতিতে গেলে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা।

৮ অগাস্ট বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল শহরের হাতেম আলী চৌমাথা অতিক্রম করার সময় একটি কালো প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হলে সেটির গতিরোধ করেন শিক্ষার্থীরা। গাড়িতে প্রকৌশলী হারুন অর রশিদের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও মেয়ে ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি করে নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকার জব্দ করেন। তবে হারুন অর রশিদ এসব সম্পদের সঠিক উৎস বলতে না পারায় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে জব্দ করা মালামালসহ তাদের বরিশাল কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আটকদের পটুয়াখালী দুদকের কাছে হস্তান্তর করা হয়। পরে ঘটনাটি দুদক ঢাকা কার্যালয়কে জানানো হলে, সেখান থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমতি পায় পটুয়াখালী দুদক।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন হারুন অর রশিদ পরিবার নিয়ে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। তবে প্রাইভেট কারটি ভাড়ায় চালিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com