সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে গাজায় আসছে প্রথম ত্রাণবাহী জাহাজ। এতে ২০০ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস। তাদেরকে বেশির ভাগ অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।
মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) সূত্রে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, জাহাজটি গাজা উপকূল বরাবর গাজা শহরের দক্ষিণে ডব্লিউসিকে নির্মিত একটি পিয়ারে নোঙ্গর করবে। সেখান থেকে তারা গাজার নাগরিকদের মাঝে খাবার বিতরণ করবে।
বিবিসি জানিয়েছে, ডব্লিউসিকে-এর প্রতিষ্ঠাতা সেলিব্রিটি শেফ জোস আন্দ্রেস ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিন গোর এক বিবৃতিতে বলেছেন, তারা নিয়মিতভাবেই গাজায় খাবার পাঠাবে। বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে পরিচালিত সংস্থাটিকে জাহাজটি দিয়েছে স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস। সংস্থাটির নামেই জাহাজটির নামকরণ করা হয়েছে।
ওপেন আর্মসের মুখপাত্র লানুজা বলেন, সাইপ্রিয়টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ২০০ টন মৌলিক খাদ্যসামগ্রীর এ চালান পরিদর্শন করেছে।
সূত্র : টাইমস অফ ইসরাইল