সোমবার, ০৭:৪০ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না: রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৪৬ বার পঠিত

শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে বিএনপির নেতৃত্বকে দুর্বল কিংবা সরকার পতনের আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটির সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে। কাজেই আন্দোলন দমানোর জন্য আপনাদের (সরকার) কোনো কৌশলই সফল হবে না। বিএনপির নেতৃত্বকে দুর্বল করা যাবে না।’

কারাগারের বাইরে থাকা সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে মন্তব্য করে রিজভী বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে জনগণ বদ্ধপরিকর। আর অচিরেই এই অবৈধ সরকারের পতন ঘটবে।’

গত রাতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করছে আওয়ামী লীগ সরকার। এই হীন উদ্দেশ্যকে সফল করার জন্য তারা বিএনপির শীর্ষ নেতাদের কারান্তরীণ করার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দলকে নেতৃত্ব শূন্য করতেই ফ্যাসিস্ট শাসকগোষ্ঠি দলের জাতীয় নেতাদের ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে। জ্যেষ্ঠ নেতাদের ৮ থেকে ১০ দিন করে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। সরকার ভেবেছে এভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালালে বিএনপির আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সরকারের উদ্দেশে বলতে চাই- বিএনপি দেশের বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল, এই দলটির সঙ্গে জনগণ রয়েছে, কাজেই আন্দোলন দমানোর জন্য সরকারের কোনো কৌশলই সফল হবে না।’

তিনি অবিলম্বে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com