পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজায় অংশ নিতে জড়ো হওয়া বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এই ঘটনার প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার সকাল থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড করে নয়া পল্টনে জড়ো হন। আর কিছুক্ষণের মধ্যেই নুরে আলমের জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।
গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে এই ছাত্রদল নেতার জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অন্যান্য দিনের তুলনায় বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে।