বরগুনার তালতলীসহ উপকূলে ইলিশ মাছের ভরা প্রজনন মৌসুম শুরু হয়েছে। গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার ২২ দিনে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা একটি চিঠি জারি করেছেন।
ওই চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান কার্যক্রম চলমান। এ সময়ে নদী বা সাগরে জেলেরা মাছ শিকারে যেতে পারবেন না। ফলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে আছে। এজন্য জেলেদের পরিবারের খরচের পরে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর। তাই এ সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলায় যে কয়টি এনজিও আছে তাদের এ বিষয়ে পত্র জারি করতে বলা হয়েছে।এ বিষয়ে ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, ২২ দিন জেলেদের আয়-রোজগার বন্ধ আছে। জেলা প্রশাসকের নির্দেশে এই সময়ে যাতে কোনো এনজিও
ঋণের কিস্তি আদায় করতে না যায় সেজন্য বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..