বরিশাল :
কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এই সরকার দেশের মানুষকেও শান্তিতে রাখে নাই। আজ কেউ শান্তিতে কাজ করতে পারে না। এরা দূর্নীতি ছাড়া কিছুই বোঝে না। আমরা নিশি রাতের সরকারকে উৎখাতত করার মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেব। দেশ আজ দূবৃর্ত্তদের কবলে পড়েছে। এই নিশিরাতের সরকার একটি স্বাধীন দেশকে কলংকিত করেছে।
তাই আগামী আন্দোলন-সংগ্রামে সকল স্বেচ্ছাসেবকদলকে শক্তিশালী হয়ে মাঠে থাকার আহবান জানান। বুধবার (৫ এপ্রিল) বরিশাল সরকারী জিলা স্কুল ময়দানে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যতে তিনি একথা বলেন।
এর পূর্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সরাসরি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বরিশাল ও খুলনা বিভাগের স্বেচ্ছাসেবক দলের নেতাদের আগামী দিনের রাজনৈতিক বিষয়ে করণীয় দিক নির্দেশনা দেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যাবস্থাপনায় আয়োজিত ইফতার ও মাহফিল অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত,সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবদল সভাপতি জহির উদ্দিন তুহিন, সাবেক সভপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল মোস্তাফিজুর রহমান, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক রফিকুল ইসলাম জনি, জেলা সদস্য সচিব কামরুল ইসলাম, মহানগর সদস্য সচিব খান মো. আনোয়ারসহ আরো অনেকে।