সোমবার, ০৩:৫৫ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে গৌরনদীর ওয়ার্ডে ওয়ার্ডে জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে কম্বল বন্টন আবারও রাজনীতির লাইমলাইটে খালেদা জিয়া জাতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু ১৫ বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ সাবেক বিডিআর সদস্য এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্বস্তির প্রহর গুনছেন ফিলিস্তিনিরা

নির্বাচন বিষয়ে জাতিসঙ্ঘের প্রস্তাবে যা বললেন ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৭২ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা নিরপেক্ষ তদন্ত হলে ক্ষমতাসীনদের প্রভাবশীল লোকেদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার সকালে ১২ দলীয় লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে।বহু ধরে আওয়ামী লীগের কিছূ শাসকগোষ্ঠির অত্যন্ত প্রভাবশালী লোক তারা সেই বঙ্গবাজারকে দখল করার জন্য চেষ্টা করছিলেন, কাজ করছিলেন।

‘‘ আমরা যেটা চেয়েছি যে, একটা নিরপেক্ষ তদন্ত।”

অগ্নিকান্ডের ঘটনার একদিন পরে সেখানে বহুতল ভবনের আলোচনা শুরু হয়ে গেছে-এটাকে কিভাবে দেখছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ ইয়েস- আমি সেই কথাটাই বললাম। আমি কথা তো সেখানে বলেছি যে, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বেরিয়ে আসবে যারা আওয়ামী লীগের প্রভাবশালী তারাই এটার সঙ্গে জড়িত এবং আমরা …. এই পর্যন্ত বলতে চাই।”

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘‘ আরে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ধরে আপনি(সাংবাদিক) প্রশ্ন করার সময়ে অন্যরা (সাংবাদিকরা) যেভাবে হাসতেছিলো। আমার মনে হয় রোজার দিনে কষ্ট মানুষের এই হাসানোর জন্য উনি এই বক্তব্য দিয়েছেন। আর কিছু না।”

‘‘ রানা প্লাজা(সাভারে গার্মেন্টস কারখানার ভবন) ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলো বুঝেন নাই। সেই একই কথা এখানে ওরা বলছে…।”

গতকাল বৃহস্পতিবার আজিমপুরে মহানগর দক্ষিন আওয়ামী লীগের ইফতার সামগ্রি বিতরণের অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবাজার ও আশ-পাশের বিপনিবিতানে অগ্নিকান্ডের ঘটনায় বিএনপির ‘হাত’ আছে কিনা তা তদন্তের প্রয়োজন অনুভব করছেন।

তিনি বলেন, ‘‘ দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে, বিএনপি ও ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপর দোষ চাপাচ্ছে। বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনের ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে কি না, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার।”

সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সাথে এই বৈঠক হয়। বৈঠকে সরকার পদত্যাগসহ ১০ দফা আদায়ে চলমান যুগপত আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার বলেন, ‘‘ আপনারা জানেন, একটা গণআন্দোলন একইভাবে সমগতিতে সমধারায় চলতে পারে না। তার আপস এন্ড ডাউনস, তার তীব্রতা এবং বিভিন্ন পশ্চাতপদতা থাকে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমি একথাটুকু বলতে চাই, আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ ও প্রয়াস নিশ্চয়ই আমাদেরকে আগামীতে জয়যুক্ত করবে, কামিয়াব করবে এই সরকারের পতন অভিম্ভাবী করে তুলবে।”

বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘ বঙ্গবাজারে যে ভয়াবহ অগ্নিকান্ড হয়ে গেলো এই সরকারের দায়-দায়িত্ব বলতে কিছু নাই। নির্বিকার-নিশ্চিুপ এবং উল্টো রিমান্ডে নিয়ে সেই দরিদ্র হকার তাদেরকে নানারকম ভাবে হয়রানি করছে। আমরা এই সভায় এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছি।”

‘সরকার একতরফা নির্বাচনের পথেই হাটছে’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘ সরকারের যে লক্ষ্য যে তারা আগের কায়দায় নির্বাচন দেখিয়ে আবার ক্ষমতায় যাবে-সেভাবে তারা পরিকল্পনা করেছে। সেজন্য যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রী যে কথা বলেছে যে, তারা(সরকার) সুষ্ঠু নির্বাচন করতে যথেষ্ট।”

‘‘ সেই কারণে গতকালও প্রধান নির্বাচন কর্মকর্তা মুখে দিয়ে তো বেরিয়েছে যে, যদি সকলের অংশগ্রহন না করে তাহলে সেই নির্বাচনের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সুতরাং রিয়েলিটি ইজ দিস যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হলে এবং বিএনপি যদি সেই নির্বাচনে অংশ গ্রহন না করে তাহলে তা আমাদের বিরোধী জোট আমরা যারা আছি তারা যদি অংশ গ্রহন না করি তাহলে নির্বাচনের লেজিটিমেসি থাকবে না। দেয়ার ইজ এ রিয়েলিটি। আমরা মনে করি, সরকার আগের মতো একতরফা নির্বাচন করতে চায়। সেজন্য তারা জাতিসংঘের প্রস্তাব(নির্বাচনে সহযোগিতার প্রস্তাব) রিজেক্ট করেছে।”

বৈঠকের ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপি‘র আবু তাহের, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম ও জাগপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com