নির্বাচন কমিশন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ( কুমিল্লা সদর আসন) আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়ার যে কথা বলেছিলেন, সেটি ইসির এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন এমপি বাহার।
বুধবার ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি এলাকা ছাড়তে ইসির দেয়া চিঠির বিষয়ে জানতে চাইলে বাহাউদ্দিন বাহার বলেন, চিঠি দিয়ে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ভুল করেছেন। সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সম্মানহানি করতে পারেন না।
তিনি বলেন, কিছু কর্মকর্তা ভোটের উৎসব নষ্ট করতে চায়। অতি উৎসাহী কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো গন্ডগোল নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ, যাতে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেদিকে খেয়াল রাখার জন্য।
প্রসঙ্গত, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ জুন এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। তবে তিনি এই নির্দেশ মানেননি।