টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৪৫ রানের বড় স্কোর করেছিল লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে নিগার সুলতানার দুর্দান্ত অপরাজিত হাফ-সেঞ্চুরীতে ভর করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। ৫১ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক।
আজ মঙ্গলবার (৯ মে) সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে লঙ্কান মেয়েরা। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত অর্ধশতকে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় টাইগ্রেসরা।