শুক্রবার, ০৬:৫৩ পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নিউজিল্যান্ডে যে লজ্জার মুখে পড়ল পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৪১ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে লজ্জার মুখেই পড়ল পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাট করে শাহীন আফ্রিদিদের বিপক্ষে ৮ উইকেটে ২২৬ রান করে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই ম্যাচেই পাকিস্তান সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়েছে। এর আগের লজ্জার এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে ঘরের মাঠ করাচিতে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২২১ রান করেছিল ইংল্যান্ড।

আজ নিউজিল্যান্ডের কঠিন পরিস্থিতিতেও ভালো বল করেছেন আব্বাস আফ্রিদি ও হারিস রউফ। ৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন এই দুজন, তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৫ উইকেট। অধিনায়ক শাহীন ৩ উইকেট নিলেও দিয়েছেন ৪৬ রান। সবচেয়ে বেশি খরুচে ছিলেন আমের জামাল ও উসামা মীর। ৪ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জামাল। সমান ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন উসামাও।

সিরিজে সমতা আনার লক্ষ্যে আগামী পরশু হ্যামিল্টনের সেডন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরবর্তী তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৭ জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২১ জানুয়ারি। তৃতীয় ম্যাচটি হবে ডুনেডিনে আর শেষ দুইটি হবে ক্রাইস্টচার্চে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com