স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা জেলা সাঘাটা থানার কচুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মুকুল ও বন্দর উপজেলার দক্ষিণ কক্ষণ খোলা এলাকার জহিরুল ইসলাম। নিহত মুকুল মদনপুর ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মদনপুর হইতে নবীগঞ্জগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো অ ১১-১১৮২) ফুলহর এলাকায় হাজী রিয়াজউদ্দন মিফতাহুল জান্নাহ কওমি মাদ্রাসার সামনে গিয়ে বিপরীত দিকে একটি যাত্রীবাহি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজির যাত্রী মুকুল (৪০), জহিরুল ইসলাম (৫০), দুলাল(৪৫) ও অজ্ঞাত একজন সহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুকুল ও জহিরুলকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুলালকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি বন্দরের কুঁড়িপাড়া এলাকার বাসিন্দা।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক সময় সংবাদকে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চাপক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ১৬-০৪-২০২৩