রবিবার, ০১:০৯ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নকল পোস্টার দিয়ে চলছে ‘দরদ’র প্রচারণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার’খ্যাত শাকিব খানে বহুল আলোচিত সিনেমা ‘দরদ’। বর্তমানে চলছে এর প্রচার-প্রচারণা। প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার ও ফার্স্টলুক। মুক্তিকে সামনে রেখে গতকাল রবিবার প্রকাশ্যে আসে সিনেমার আরও একটি পোস্টার। আর তা নিয়ে সমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’র পোস্টারটি নকল- এমনটাই বলছেন নেটিজেনরা।

তাদের ভাষ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার ‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে ‘দরদ’র পোস্টারটি। যদিও এ নিয়ে নির্মাতা অনন্য মামুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এতে শাকিব-ভক্তরা এতে হতাশা প্রকাশ করছেন।

সিনেমা দুটির পোস্টার পর্যালোচনা করে দেখা যায়, দুটিতেই লাল-কালো আভা স্পষ্ট। এমনকি মুখাবয়ব ফুটিয়ে তোলার ডিজাইনও একই।

চলচ্চিত্র সাংবাদিক মাহফুজুর রহমান পোস্টারটির সমালোচনা করে ফেসবুকে লিখেছেন, ‘শা‌কিব খান তার ফেসবুক পেজ থেকে দরদ ছ‌বির এই পোস্টার‌টি শেয়ার দিয়েছেন। এই পোস্টার‌টি নকল। অনন‌্য মামুন এর আগেও পোস্টার নকল করেছেন। “নবাব এলএল‌বি” বলুন আর তার প্রথম ছ‌বি “মোস্ট ওয়েলকাম” বলুন, তার এক‌টি দু‌টি ছাড়া সব ছ‌বিই নকল।’

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর বিশ্বজুড়ে ৭০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দরদ’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।

‘দরদ’র প্রযোজনায় রয়েছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। তাদের সঙ্গে যুক্ত আছে ভারতের এসকে মুভিজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com