শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের আগলে রাখেন মা। বেঁচে থাকার শেষ আশ্রয়টুকু আঁকড়ে ধরেন। স্বপ্ন বুনেন নতুন দিনের। ভূমিকম্পে বিপর্যস্ত এক আফগান মাও তেমনি নতুন ভোরের অপেক্ষায় আছেন। ধসে পড়া ঘরের সামনে সন্তানদের শান্তির ঘুম পাড়িয়ে দিয়েছেন, যেন নতুন স্বপ্নের বীজ বুনে দিয়েছেন।
আফগান এই মা হেরাত প্রদেশের জেনদেহ জান জেলার সারবুলান্দ গ্রামের বাসিন্দা। ভূমিকম্পে তার ঘরটি ধসে পড়েছে। আশপাশে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর মাঝেই সন্তানদের চাদর বিছিয়ে, বালিশে পরম মমতায় ঘুম পাড়িয়ে দিয়েছেন মা, গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল। মায়ের ভালোবাসার ছায়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তারা। আর পাশে বসে ধসে পড়া ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। বুনছেন নতুন কোনো স্বপ্ন!
আফগানিস্তানে শনিবার ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে ইতোমধ্যে ৩২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জান সায়েক জানান, আজকের ভূমিকম্পে হেরাত প্রদেশের জেনদেহ জান জেলার চারটি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ফারাহ ও বাজেস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
এদিকে দেশটির এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে জেনদেহ জানে জেলায় ১২টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে হতাহতদের হাসপাতালে পাঠাতে।
এছাড়া জাতিসঙ্ঘ এক্স’ এ (সাবেক টুইটার) জানিয়েছে, ‘ভূমিকম্পে হতাহতের ঘটনা অব্যাহত থাকায়, তারা হাসপাতালে আহতদের চিকিৎসায় সহায়তা করছে। এবং ডব্লিউএইচ ‘র অ্যাম্বুলেন্সগুলো ক্ষতিগ্রস্তদের নিয়ে যাচ্ছে। যাদের বেশিরভাগ নারী ও শিশু।’
সূত্র : আল-জাজিরা