ক্যারিয়ার এখনও খুব বেশি লম্বা হয়নি, তবে এর মাঝেই নিজেকে বিগ হিটার হিসেবে পরিচয় করিয়েছেন আসিফ আলী। আসছে এশিয়া কাপেও নিজের এই ধারা বজায় রাখতে চান পাকিস্তানি ব্যাটার। আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।
আসিফ জানান, তিনি যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের রান প্রায় ১০ এর ওপর ওভার প্রতি দরকার হয়। তাই অনুশীলনে বিগ হিটিংয়ের ওপর নজর দিতে হয় তাকে।
২০১৮ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হওয়া আসিফ ৩৯ ম্যাচে ৪৩৫ রান করেছেন। যেখানে এই ফরম্যাটে তার স্ট্রাইক রেট ১৩৩.৮৪।