শুক্রবার, ১২:৫১ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দেশে রাজনীতি করার পরিবেশ নেই, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৫ বার পঠিত

দেশে রাজনীতি করার পরিবেশ নেই, একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁওয়ে এমন মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয় পার্টির প্রধানও বলছেন, দেশে একনায়কতন্ত্র চলছে। বাংলাদেশে গণতন্ত্র নেই এটি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেরাই গোলযোগ সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের নামে ভুয়া মামলা দিচ্ছে। কোনো বাধাই বিএনপির গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনকে ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি লিবারেল ডেমোক্রেসি পার্টি। সংবিধানের মধ্যে যে নিয়মগুলো আছে, তা মেনে রাজনীতি করে। নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়ার জন্য রাজনীতি করে। বিএনপি বিশ্বাস করে সভা, সমাবেশ, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা আছে, কিন্তু সেই পরিবেশ নেই। দেশে এখন একটা একনায়কন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে।’

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপির অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com