বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন এ দেশের আকাশে কালো শকুন ও কালো মেঘ ঘোরাফেরা করছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। একদল লোক আছে যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোকা দিয়ে, মানুষের সস্পদ লুট করে, এরা ডাকাত। যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করে, সম্পদ লুণ্ঠন করে, জীবন হরণ করে, মানুষকে খুন করে, গুম করে, আমরা তাদেরকে শিখিয়েছি এটা না করে দেশের মানুষকে ভালবাসতে। রোববার রাত ৮টার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির রোববার বিকেলে সড়কপথে ফরিদপুর সদর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে ওইদিন রাত ৮টার দিকে বরিশাল-ঢাকা সহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এসে পৌছেন। এরপর গৌরনদী উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় জুলাই আগস্ট বিপ্লবে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, আমি আমার কলবটাকে না নাপাক করতে চাই না। এই দেশের জন্য ২০২৪ সালের জুলাই-আগষ্ট বিপ্লবে পনের’শ’য়ের কমবেশি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। ২৪ হাজার লোক পঙ্গু হয়েছে, কারো হাত কাটা গেছে, পা কাটা গেছে, কেউ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বেডে অবশ হয়ে পড়ে আছে।
পথসভায় উপস্থিত জামায়াতের তরুণ নেতাকর্মী ও এলাকার জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা চাই এই জাতির ভাগ্য তরুনদের হাতে তুলে দিতে। এমন একটা দেশ চাই যেই দেশে পুরুষ কিংবা নারী, গৃহ কিংবা চলাচলের পথে অথবা তার কর্মস্থলে সব জায়গায় সে নিরাপত্তায় ও মর্যাদায় থাকবে। কারো মর্যাদা ও নিরাপত্তা বিঘিœত হবে না।
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান চার ধর্মের মানুষ আমাদের দেশে আছে। এক ধর্মের লোক আরেক ধর্মের লোকদেরকে হিংসা করবেনা। ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত বাড়াবে না। কারো ইজ্জতের উপর হাত দেবেনা। অন্যায় ভাবে কারো জমি দখল করবে না। চাঁদাবাজির মত নিকৃষ্ট কাজে লিপ্ত থাকবে না, এমন একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই।
আমরা এমন একটি দেশ চাই যেই দেশে আমাদের সন্তানেরা লেখাপড়া করে বেকারের কাগজ হাতে নিয়ে ঘুরে বেড়াবে না। লেখাপড়ার পাঠ সমাপ্ত করে যখন বের হবে কাজ তখন তাদের হাতে চলে যাবে। আমাদের সন্তানদের হাত হবে কর্মীর হাত। এই হাতগুলো আমরা শক্তিশালী করতে চাই। এই হাতগুলো শক্তিশালী করে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ দেশের আকাশে কালো শকুন ও কালো মেঘ ঘোরাফেরা করছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। পথসভা স্থল ও এর আসপাশে উপস্থিত স্থানীয় জনতার উদ্দেশ্য ডা. শফিকুর রহমান বলেন, এদেশে আল্লাহ আমাদের পয়দা করেছে, জীবন দেবো তবুও এদেশের ১ইঞ্চি মাটি কাউকে দেবো না। দেশ গঠন করার জন্য আমরা আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। আপনাদের পরামর্শ চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই।
তার সফর সঙ্গী হিসেবে পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল জব্বার, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে আমীর অধাপক মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান, গৌরনদী উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. রুহুল আমীন সবুজসহ গৌরনদী উপজেলার সকল ইউনিয়ন পৌরসভার সকল নেতাকর্মি এবং আগৈলঝাড়ার উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।