দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (রোববার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা আসছে, সেখানে দেশের গণমাধ্যমে সমালোচনা করা হচ্ছে। স্বাধীনতাকে হেয় করে মিথ্যা সংবাদ প্রকাশের পরও কেউ ক্ষমা চায়নি বরং নিজেদের পক্ষে সাফাই গেয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা ঠান্ডা মাথায় কাজ করেন। কিন্তু এ অপরাধের জন্য কি তারা (প্রথম আলো) কোনো ক্ষমা চেয়েছে? যে জঘন্য অপরাধ তারা করেছে তার শাস্তি তাদের পাওয়া উচিত। স্বাধীনতা দিবসে যারা স্মৃতিসৌধ ও শিশুকে ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদের শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের।