বৃহস্পতিবার, ০৩:৪৯ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

“দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি কামনায় ও তারেক রহমানের সুস্বাস্থ্য  এবং দীর্ঘায়ু কামনায়  গৌরনদীতে দোয়া ও ইফতার অনুষ্ঠান”

গৌরনদী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার পঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় গৌরনদীতে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদী উপজেলা,পৌর ও আগৈলঝাড়া ঊপজেলা বিএনপির উদ্যেগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল-১ সংসদীয় আসনের সাবেক সাংসদ জননেতা জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম,গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ,সদস্য সচিব ফরিদ মিয়া,গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধা, বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র-যুগ্ম আহবায়ক সাইয়েদ্যুল আলম খান সেন্টু, ঢাকা মহানগর পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন রাজ সহ বরিশাল জেলা উত্তর বিএনপি আহবায়ক কমিটির সদস্য,গৌরনদী উপজেলা, ও আগৈলঝাড়া ঊপজেলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া পূর্ব প্রধান অতিথির বক্তব্য জনাব জহির উদ্দিন  স্বপন বলেন  রমজানের এই পবিত্র দিনে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় উপস্থিত সকলকে মহান আল্লাহর দরবারে দোয়া করার আহবান জানান।উলেখ্য, সম্প্রতি মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ০৪মাস কারাজীবন কাটিয়ে জামিনে মুক্তি লাভের পর নিজ গ্রামের বাড়ীতে এটাই ছিল ছিল তাঁর প্রথম আগমন। এ উপলক্ষে দূর-দুরান্ত থেকে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সরিকলস্থ বাসভবনে ভীড় জমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com