সুইজ ব্যাংক যা পৃথিবির ধনি দেশগুলোর অর্থ নিরাপদে গচ্ছিত রাখে কিন্তু বাংলাদেশ সে রকম ধনি দেশের কাছাকাছি না হলেও একবছরে জমা হয়েছে ৮২৭৫ কোটি টাকা তা হলে বাংলাদেশ কি ধনি দেশ হয়ে গেল? আর যদি ধনি না হয় তা হলে এত টাকা কারা সুইজ ব্যাংকে জমালেন? নিশ্চয়ই এরা দুর্নীতিবাজ, তা হলে বাংলাদেশে দুর্নীতি হয়! কিন্তু মিডিয়ার সামনে দারিয়ে ফেরেশতা সমতুল্য দরবেশদের বলতে শুনি কোন কিছুতে বাংলাদেশে দুর্নীতি হয় না। আবার একশ্রেনী আছে যারা দুর্নীতির কথা যেনেও প্রভুদের বাচাতে সারাদিন চাপা শুরে সাফাই গেয়ে যান। অর্থমন্ত্রী আচমকা ভাবে বলে দিলেন ঢাকায় যাদের ফ্লাট কিংবা বাড়ী আছে তাদের বাড়ী কালো টাকার। ( কালো টাকা মানে অবৈধ)। কথাটা উড়িয়ে দেবার নয় ঢাকাতে বাড়ী কিংবা ফ্লাটের মালিকদের যদি তাদের আয়ের উৎস নিয়ে জিজ্ঞাসা করা হয় তা হলে৮০% সঠিক উত্তর দিতে পারবে না। চাকুরীজীবী বলেন আর ব্যাবসায়ি বলেন সবই প্রায় অবৈধ। আর এই সুইজ ব্যাংকে জমানো মালিকদের বাড়ীগুলো ঢাকাতেই। তা হলে মাঝি মাল্লা কিংবা কৃষক, রিকশাচালক কেউ দুর্নীতিবাজ নয় দুর্নীতিবাজ হলেন আমলা এবং পলিটিশিয়ানরা।