রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা দুই মামলায় টানা ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকা মহানগর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড আদালত। রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে উপস্থাপন উপস্থাপন করলে কারাবিধি মোতাবেক প্রাপ্ত সকল সুবিধা প্রদান পূর্বক এ আদেশ প্রদান করা হয়।
এর আগে ডিবি পুলিশের একটি দল তাঁকে চিকিৎসাধীন অবস্থা থেকে বিএনপির এই নেতাকে তুলে আনা হয়। পরবর্তীতে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সঙ্ঘটিত মহাখালির সেতু ভবনে হামলা মামলায় বনানী থানায় পুলিশ তাকে আসামী করে ৫ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে গত ২৭ জুলাই আদালতে হাজির করে পুলিশ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করলে আদালত আবারও ৫ দিনের রিমান্ড দেয়।
বিএনপির এই কেন্দ্রীয় নেতার আইনজীবী এডভোকেট রেজাউল ফয়েজ রিন্টু জানিয়েছেন, আজ ০১ আগস্ট যখন আদালতে হাজির করা হয় তখন তার পুলিশি হেফাজতে থাকার সময়কাল দাড়িয়েছে টানা প্রায় ১২ দিন। তার বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত উদ্ধৃতি করে তিনি আরো জানিয়েছেন, একজন কার্ডিয়াক পেশেন্টকে টানা ১২ দিন পুলিশি হেফাজতে রাখা তার সার্বিক স্বাস্থ্যে পরিস্থিতিকে গভীর সংকটের মুখে ফেলে দিতে পারে।