আচ্ছা তোমার এতো দুঃখ কেন?
দুঃখ এতো কেন পুষে রাখো?
আমি দুঃখকে ভালোবাসি,
দুঃখের আবাদ করি!
সবাই যখন সুখ সুখ করে মরিয়া,
আমি তখন দুঃখের বাসর সাজাই
ভালোবাসার ফুল দিয়ে
নানা রঙে রাঙিয়ে তুলি,
যে পথে সুখ চলে গেছে
সে পথে কি আর দুঃখ যাবে?
চিরকালই সে আমার রবে
এটা কেউ নিতে আসবে না
তাই আমি ওকেই ভালোবাসি!
সবাই যাবে চলে সুখকে ভালোবেসে
কিন্তু ও থেকে যাবে আমার আপন হয়ে,
তাই ওকেই ভালোবাসি আমার সর্বস্ব দিয়ে
আমি জয়ী হয়েছি,
এ হৃদয়ে দুঃখকে ঠাঁই দিতে পেরে।