বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া সংসদীয় আসন নাম্বার ১ দীর্ঘ ১৭ বছর পরে আজ শনিবার গৌরনদী কলেজ মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ৫টায় সমাবেশের কথা থাকলেও বৈরী আবহাওয়ার মধ্যে বেলা ২টা থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু
করে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার নেতা কর্মী এসে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। উল্লেখ আজ সারা দিন বৃষ্টি ছিল। এই সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি ‘র সদস্য সচিব মিজানুর রহমান খান( মুকুল)
গৌরনদী উপজেলা বিএনপি আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। গৌরনদী উপজেলা বিএনপি সদস্য সচিব সাজ্জাদ হোসেন হান্নান শরীফ, গৌরনদী উপজেলা বিএনপি র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু আরোপৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন শরিফ, পৌর বিএনপি সদস্য সচিব ফরিদ হোসেন মিয়া আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপি আহবায়ক সদস্য এডভোকেট এস এম মনিরুজ্জামান মনির এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ-সময় প্রধান অতিথির বক্তব্য জহির উদ্দিন স্বপন নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বিজয় হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরনদী ও আগৈলঝাড়া চার জন ছাত্র শহীদ হয়েছেন
তাদের সবার আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি,অতএব আপনার করো বাড়ি ঘর জমিজমা দোকানপাট দখল করবেন না। দলিয় সিদ্ধান্ত অনুযায়ী কোন অনুপ্রবেশকারী কে দলে জায়গা দেবেন না,যদি কেউ কোন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না কোন নতা কর্মীর বিরুদ্ধে যদি অপকর্মের প্রমাণ পাওয়া যায়
তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। জহির উদ্দিন স্বপন আরো বলেন দেশের সংখ্যালগুদের উপর যেন কোন অবিচার করা না হয় সেদিকে সবাই কে খেয়াল রাখতে হবে। স্বৈরাচার খুনি হাসিনা পলিয়ে গেলে ও তার দোসররা এখনো রয়ে গেছে। তারা এই অন্তর্বর্তীকালীন সরকার কে বেকায়দায় ফেলতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। সবার শেষে জহির উদ্দিন স্বপন সবাইকে শপথ বাক্য পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরনদী আগৈলঝাড়া যে চারজন ছাত্র শহীদ হয়েছেন তাদের সবার পরিবারের প্রতি সাবাই যেন লক্ষ্য রাখেন।