নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। অভিনয়ে ক্যামেরন ডিয়াজ ও জেমি ফক্স। সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য এক মিল পাওয়া গেছে ক্যামেরন ডিয়াজের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন ১০ বছর পর।
উল্লেখ্য, গত ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী।
এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনের মাধ্যমে অভিনয়ে ফিরে আসা প্রসঙ্গে ক্যামেরন ডিয়াজ এম্পায়ার ম্যাগাজিনকে জানান, আর কখনো সিনেমায় অভিনয় না করার অধিকার যেমন তার রয়েছে, তেমনি ভবিষ্যতে যেকোনো প্রস্তাবে হ্যাঁ বলার অধিকারও রয়েছে। তবে, নিয়মিত অভিনয়ের বিষয়ে এখনো ভাবছেন না তিনি।
ক্যামেরন ডিয়াজ বলেন, ‘আর কোনো সিনেমায় অভিনয় করব, এমন ভাবনা ছিল না। আমি নিজের জীবন নিয়ে ভালো আছি। এর মধ্যে একদিন জেমি ফক্স ফোন করেন আমাকে। তাকে না বলার ক্ষমতা আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি, সেই হলো জেমি ফক্স।’
প্রসঙ্গত,হলিউড থেকে বিরতি নেওয়ার আগে ক্যামেরন ডিয়াজের সর্বশেষ সিনেমা ‘অ্যানি’ ছিল জেমি ফক্সের সঙ্গেই।
উল্লেখ্য, ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআইএর সাবেক গুপ্তচর।