ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ফ্ল্যাটে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হরিদেবপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খুন নাকি আত্মহত্যা- জানতে হরিদেবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃত যুবকের নাম রবীন্দ্র চৌরাসিয়া। তিনি বেহালার আদর্শনগরের বাসিন্দা। পরিবারে তার স্ত্রী ও সন্তান রয়েছে। সূত্রের খবর, কিছুদিন আগে হরিদেবপুর এলাকায় ফ্ল্যাট ভাড়া নেন তিনি। সেখানেই থাকতেন।
পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। অশান্তির মাঝেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেন রবীন্দ্র। তারপর আত্মঘাতী হন নিজে। তবে মৃত্যেুর কারণ নিয়ে এখনও স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত যুবকের স্ত্রী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে মৃত নারীর পরিচয় জানার।