দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে নদীর খাদে পড়ে গেলে ৪৫ জন নিহত হয়েছে। তবে আট বছরের একটি শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। বাসের একমাত্র জীবিত সদস্য সেই। মারাত্মক আহত অবস্থায় মেয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি সড়ক প্রতিবন্ধকে ধাক্কা খায়। তারপর ১৬৫ ফুট নিচে (প্রায় ৫০ মিটার) নিচে নদীতে পড়ে যায়। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় লিমপোপো শহরে এ ঘটনা ঘটে।
আরোহীরা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ফিরছিল।
দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিডিসিউ ছিকুঙ্গা বলেছেন, তিনি উদ্ধার তৎপরতা তদারকির জন্য ঘটনাস্থলে রয়েছেন।
সূত্র : বিবিসি