এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুত করে নিতে একটি ত্রিদেশীয় সিরিজে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
নিউজিল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ ছাড়াও খেলবে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) রমিজ রাজা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিশ্বকাপের আগে আমরা ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। আমরা ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
ত্রিদেশীয় সিরিজের সূচি এখনো প্রকাশ করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। শিগগিরই তা প্রকাশ করবে তারা। পাকিস্তান দল সিরিজ খেলার জন্য আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে।