মারাত্মক দূর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন লায়ন দিদার সরদার তিনি একজন মানবিক মানুষ হংকং প্রবাসী।
গত ২০ শে এপ্রিল ২০২৩ হংকং সময় বিকেল চার টায় তিন সই ( এলাকার নাম) এই এলাকার তিন সই ওয়াই সার্কুলারের একটি লাইট ট্রেনের (MTR) এবং তাঁর টেক্সির সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ফলে টেক্সিটি সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে লাইট ট্রেনটি ধাক্কা মারে টেক্সিটিকে এবং টেক্সিটি থেমে যায় সাথে ট্রেনটি এক সেকেন্ড সামনে এগোতেই প্রত্যক্ষদর্শীরা ধারণা করে তাৎক্ষণিকভাবে ড্রাইভার সহ দিদার সরদার আর বেঁচে নেই হয়তো।
পুলিশ এবং এম্বুলেন্স এসে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তিন-সুই হসপিটালে ভর্তি করান এবং আট ঘন্টা চিকিৎসা করার পর ডাক্তার আরও উন্নত চিকিৎসার জন্য তুন-মুন হসপিটালের প্রেরণ করেন।
সর্বোশক্তিমান প্রভুর দয়ায়, সকল মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। লায়ন দিদার সরদার একজন মানবাধিকার কর্মী, সংগঠক,মানবিক মানুষ সেই সাথে কবি ও লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষক।
সময়ের কণ্ঠধ্বনি পত্রিকার সম্পাদক ও কর্ণধার
লায়ন দিদার সরদার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং তাঁর সকল শুভানুধ্যায়ী বন্ধু ও প্রিয়জনদের প্রার্থনায় রাখতে বলেন।
আইভি সাহা
সম্পাদক সাহিত্য বিনোদন
সময়ের কণ্ঠধ্বনি
(কবি ও লেখক)
বাংলাদেশ