ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। যারা তাকে ছোটো করতে চায়, অপমান করতে চায়, তারা আরেকবার জন্ম নিলেও উনার সমান উচ্চতায় যেতে পারবে না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়েই ড. ইউনূসকে হেনস্তা করা বন্ধ করার আহ্বান জানান মির্জা ফখরুল।