পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই কোম্পানিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এর মধ্যে ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার এ সংক্রান্ত মামলার রায় প্রকাশ হয়। এর আগে গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।
বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম বাড়ানোর অভিযোগে-২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিযোগিতা কমিশন।
ডায়মন্ড এগ লিমিটেডটের বিরুদ্ধে এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করা হয়।
এ বিষয়ে কমিশনের সদস্য মো: হাফিজুর রহমান বলেন,‘কোম্পানি দু,টি পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ডিমের দাম বাড়িয়েছে, সেটি প্রমাণিত হওয়ায় প্রতিযোগিতা আইনের ১৫ ধারায় এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’
তবে কোম্পানি দু,টি এই রায়ের বিষয়ে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে বলে জানান তিনি।
এর আগে গত বছরের অক্টোবর মাসে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামের দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করেছিল বিসিসি।
সূত্র : বাসস