ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে শাকিব ডিবি কার্যালয়ে যান। প্রায় চার ঘণ্টা অবস্থান করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয় থেকে বের হন। এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সেই প্রযোজক দেশ ছেড়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব খান বলেছেন সে আসলে প্রযোজক না, সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে। তার অষ্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, সে পালিয়ে যেতে পারে। আমরা বলেছি, আমরা এখনই তদন্ত করে দেখব সে বাংলাদেশে আছে কিনা।’
শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের সহপ্রযোজক। এই অভিযোগ তোলার পর তার নামে মামলা করতে গতকাল গুলশান থানায় যান শাকিব খান। থানায় মামলা না নেওয়ায় সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ ডিবি কার্যালয়ে আসেন এই সুপারস্টার।