ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন নাম হচ্ছে সাইবার নিরাপত্তা আইন। বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আাইনের কয়েকটি ধারা সংশোধন সাপেক্ষে সবগুলো ধারাই প্রস্তাবিত আইনে প্রতিস্থাপিত হবে
আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনটি বাতিল হচ্ছে না। এটির নাম পরিবর্তন হয়ে নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন বা সাইবার নিরাপত্তা আইন। আইনটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের যে অধিবেশন হবে সেখানে তা উপস্থাপন করা হবে।
মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তার জন্য আমাদের দেশে এ আইনের প্রয়োজন রয়েছে। অন্যান্য দেশে সাইবার নিরাপত্তায় যেসব আইন রয়েছে তা আরও কঠিন।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগের আইনে দায়ের হওয়া মামলাগুলো নতুন আইনের অধীনে চলমান থাকবে। তবে আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেজন্য কিছু ধারার সংশোধনী আনা হয়েছে।