রবিবার, ০৪:৫৭ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে বিএনসিসি ও স্কাউট

staff reporter
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬৩ বার পঠিত

ডেংগুর প্রকোপ রোধে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল। মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে তাদের নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

 

সোমবার (১৫ মে) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে এই বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএনসিসি মেয়র বলেন, ‘ডেংগুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ব্যাপক প্রচারণা চালানোর সিদ্বান্ত নিয়েছি। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে এবার মাঠ নামবে বিএনসিসি ও স্কাউট। বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার×৪০০মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

 

 

আমি বিশ্বাস করি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।’ আগামী বুধবার (১৭ মে) মিরপুর অঞ্চলে মশক নিধনে মানুষের মধ্যে অধিক জনসচেতনা বাড়াতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্কাউট ও বিএনসিসিকে সঙ্গে নিয়ে মাঠে নামবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগে. জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com