বিনোদন ডেস্ক:
সালমানের সব কিছুই দেখা গেল তার নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর ট্রেলারে। তবে ট্রেলারেই নজর কেড়েছে অ্যাকশন। এক ঘণ্টায় এই ট্রেলার দেখে ফেলেছেন ১.৭ মিলিয়ন অর্থাৎ ১৭ লক্ষ দর্শক। জি ২৪ ঘন্টা
সোমবার বিকেল বেলা অধীর আগ্রহে ট্রেলারের অপেক্ষায় ছিল সালমান খানের ভক্ত ও অনুরাগীরা। অবশেষে সন্ধে ৬.৩০ টায় অনলাইনে প্রকাশ পেল সালমানের বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার ‘কিসি কা ভাই কিসি কি জান’। ট্রেলারে দুই ধরনের লুকে ধরা দিলেন সালমান।
ট্রেলার লঞ্চে হাজির ছিল ছবির পুরো টিম। সলমানের পাশাপাশি দেখা গেল শেহনাজ গিল, পূজা হেগড়ে, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, বক্সার বিজেন্দ্র সিং সহ প্রায় সবাইকেই।