ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট আর খেলবেন না মঈন আলী। সোমবার গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন এই অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী এই তারকা সাদা জার্সিতে এক বছরেরও বেশি সময় আগে সবশেষে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন।
ইংলিশদের লাল বলের কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে আগেই এ ব্যাপারে কথা বলে রেখেছেন মঈন। সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে ৬৪টি ম্যাচ খেলা মঈন ২৮.৬৯ গড়ে ২৯১৪ রান করেছেন। বল হাতে উইকেট নিয়েছেন ১৯৫টি।
তিনি আরও বলেন,‘ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। আমি তার দীর্ঘ সময় ধরে কথা বলেছি, তাকে বুঝিয়েছি। সে বুঝেছে, অনুভূতিটা সে জানে। দুঃখজনকভাবে টেস্টের যাত্রায় আমি আর নেই।’