অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যথারীতি রোহিত শর্মা আছেন সেই দলের নেতৃত্বে। রোহিতের সহকারী হিসেবে থাকছেন আরেক ওপেনার লোকেশ রাহুল।
এশিয়া কাপে দারুণ খেলা বিরাট কোহলিও আছে সেই আগের পজিশনে। তার পাশেই আছেন আরেক হার্ডহিটার ব্যাটার সূর্যকুমার যাদব। আছেন দীপক হুদাও।
উইকেট কিপার ব্যাটার হিসেবে ভারত দলে আছেন, ঋষভ পন্ত ও দীনেশ কার্তিক। আছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্র অশ্বিনকেও রাখা হয়েছে দলে।
আরেক স্পিনার যুবেন্দ্র চাহালও আছেন দলে। অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও দলে রাখা হয়েছে। বোলিং আক্রমণে আছেন যশপ্রীত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও অর্শদীপ সিং।