ঝালকাঠিতে ‘বাশার স্মৃতি পরিবহন’ নামে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানসহতিনজনের নামে মামলা করেছে পুলিশ। রোববার (২৩ জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়েএ মামলা।
আসামিরা হলেন বাসের চালক মোহন খান (৪০), সুপারভাইজার মো. ফয়সাল (৩২) এবং হেলপার আকাশ (১৮)।
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য এডভোকেট এসএম জসিম উদ্দীন বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী অতিরিক্তগতিতে বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় জীবন ও সম্পত্তির ক্ষতি হলে চালক ও তার সহযোগীদের তিন বছরকারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। দুর্ঘটনায় আহত বা প্রাণহানি হলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা ৫লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, আহত বা নিহতদের পরিবারের থেকে কেউ মামলা না করায় পুলিশমামলা করেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।