বৃহস্পতিবার, ০৮:৩০ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জুলাই বিপ্লবে শহীদ ৭ লাশ এখনো পড়ে আছে ঢামেক হাসপাতাল মর্গে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৪ বার পঠিত

জুলাই বিপ্লবে শহীদ সাতজনের লাশ এখনো পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। দু-একদিন পরপরই মর্গে লাশ শনাক্তের জন্য আসছেন স্বজনরা। কিন্তু ওই লাশগুলোকে কেউই শনাক্ত করতে পারছেন না। এমনকি ডিএনএ টেস্টেও ওই লাশগুলো শনাক্ত করা যায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সূত্র বলেছে, আদালতের নির্দেশ পেলেই লাশগুলো কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে দাফনের জন্য।

সূত্র জানায়, লাশগুলোর মধ্যে ছয়টি পুরুষের, একটি লাশ নারীর। বিপ্লবের শেষের দিকে আগস্টের ১ থেকে ৪ তারিখের মধ্যে এই লাশগুলো হাসপাতাল মর্গে নেয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, লাশগুলো বিকৃত। পোড়া, মুখমণ্ডল থেতলানো। যে কারণে লাশগুলো শনাক্ত করা যায়নি।

হাসপাতাল সূত্র আরো জানায়, এ যাবত ৪৮টি পরিবারের সদস্যরা এসেছেন লাশগুলো শনাক্ত করার জন্য। এর মধ্যে ২৫ জনের ডিএনএ সংগ্রহ করে লাশ শনাক্তের চেষ্টা করা হয়। কিন্তু কারো সাথে মেলেনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা: মোখলেসুর রহমান বলেছেন, ২৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও কারো সাথে না মেলায় ওই লাশগুলো শনাক্ত করা যায়নি। যে কারণে লাশগুলো পড়ে আছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সহকারী রামু দাস বলেন, দু-একদিন পরপরই লোক আসছেন। লাশ শনাক্তের জন্য। কিন্তু কেউ শনাক্ত করতে পারছেন না। যে কারণে লাশগুলো হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। কোর্টের অনুমতি না পাওয়ায় লাশগুলো হস্তান্তরও করা যাচ্ছে না।

হাসপাতাল সূত্র জানায়, লাশগুলো দাফনের অনুমতি চাওয়া হয়েছে আদালতের কাছে। অনুমতি পেলেই লাশগুলো কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে দাফনের জন্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com