জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লব ও গণঅদ্ভূত্থানে আহত ও শহীদদের স্মরণে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুছ মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ বাইজিদ শরীফ, সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন মিলন, ইসলামী আন্দোলনের গৌরনদী উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ এমদাদ হোসেন, আহত ২২জন ছাত্র-জনতাসহ আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা। সভা শেষে শহীদদের আত্নার মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা কারে দোয়া-মোনাজাত করা হয়।