শনিবার, ১০:২৯ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৭৩ বার পঠিত

জাতীয়তবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব বিসিসি কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিন,বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান টিপু,মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,মহানগর সদস্য সাইফুল আনাম বিপু,মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাযহারুল ইসলাম জাহান,মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবীর।

এসময় বক্তারা বলেন, সেদিন শহীদ রাষ্ট্রপতি একজন সেনা সদস্য চাকরীজীবী হয়ে নিজের জীবনের ঝুকি নিয়ে এদেশের স্বাধীনতা ঘোষনা করেছিলেন।

২৫ই মার্চের কালো রাতে বড় বড় বুলি আওড়ানো আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্যদেশে আশ্রয় নিয়ে আরাম আয়েসে জীবন যাপন করেছে।

আওয়ামী লীগের কোন নেতাই পাক বাহিনীর বিরুদ্ধে রনাঙ্গনে সশ্রস্ত্র লাড়াই করেন নাই। জিয়াউর রহমানই এক মাত্র ব্যাক্তি স্বাধীনতার ঘোষনা দিয়ে রনাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে।

এখন বর্তমান লুঠপাটকারী আওয়ামী নেতারা জিয়াউর রহমানের কাধে শেখ মুজিব হত্যার দায় চাপাতে চায়। আওয়ামী লীগ নেতারা এত সহজে কেন ভুলে যান শেখ মুজিব হত্যার পর তার আমলের সংসদ বহাল ছিল। সেই সংসদ আওয়ামী লীগ নেতারাই নেতৃত্ব দিয়েছিল।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর যুগ্ম আহবায়ক একে এম শহিদুল্লাহ, মহানগর বিএনপি সদস্য এ্যাড, হুমাউন কবীর মাসুদ,এ্যাড, সোরায়ার হোসাইন,এ্যাড,এ্যাড, আজাদ হোসাইন,মহানগর জাসাস সভাপতি মীর আদনান তুহিন,মহানগর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব খান মোঃ আনোয়ার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচলনা করে হাফেজ মোঃ নাঈম হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com