ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকেই ছিটকে গেলেন লিটন দাস। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েন এই ওপেনার।
এশিয়া কাপেও লিটনকে নিয়ে শঙ্কা। আগামী ২৭ অগাস্ট থেকে শুরু এবারের এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী সোমবার।
লিটনের চোট নিয়ে বিসিবির ভিডিও বার্তায় ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘ম্যাচ চলার সময় আমরা লিটনকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের ইনজুরির জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহ লেগে যায় (সারতে)। কাজেই এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না।’
এদিকে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। এছাড়াও বোলিংয়ের সময় পায়ে টান লাগায় মাঠ ছাড়েন পেসার শরিফুল ইসলামও। তবে তাদের অবস্থা ইতিবাচক বলে জানিয়েছেন ফিজিও।