জানুয়ারি মাসে মিয়ানমারের ৪০টি শহরে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এসব হামলায় নিহত হয়েছে অন্তত ১৭০ জন। বুধবার (৫ ফেব্রুয়ারি) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানানো সত্ত্বেও জান্তা বাহিনী হামলা অব্যাহত রেখেছে। জান্তা বাহিনীর এসব হামলা সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছে ইরাবতি।
রিপোর্টে বলা হয়েছে, হামলায় হতাহতদেরবেশিরভাগই বেসামরিক নাগরিক। জান্তা বাহিনী দেশটির শহর ও গ্রাম, বাস্তুচ্যুত শিবির, স্কুল, হাসপাতালে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে মিয়ানমারের জান্তার বিমান হামলা থেকে রেহাই পেয়েছে শুধুমাত্র ইয়াঙ্গুন শহর।
ইরাবতি বলছে, আরাকান আর্মি (এএ), কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কিআইএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা কাচিন, শান, কারেন, মানডালায়, সাগাইংয়ে হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা।
এর আগে অ্যাসিস্টেন্স ফর পলিটিক্যাল প্রিজনারসের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর জান্তা বাহিনীর হামলায় নিহত হয় অন্তত ১০০ জন। যার মধ্যে বিমান হামলায় নিহত হয়েছিল ৪৫ জন।
তবে জানুয়ারিতে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ১৭০জন। যা ডিসেম্বরের তুলনায় চারগুণ বেশি।