৬৬ কোটি টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের পূর্বেই সমাপ্ত হয়েছে বান্দরবান-কেরানীহাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণের কাজ। আর এর মাধ্যমে জাতীয় মহাসড়কে যুক্ত হলো পর্যটন জেলাখ্যাত পার্বত্য জেলা বান্দরবান।
২০১৯ সালে ২৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্যাটভলিয়নের তত্ত্বাবধানে ২০ ইসিবি জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত বছর ১৫ ডিসেম্বর কাজ শেষ করে সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করে সেনাবাহিনীর ২০ ইসিবি। কিছু দিনের মধ্যে সড়কটি উদ্বোধনের কথা রয়েছে।
প্রকল্পের কর্মকর্তা মেজর মো. শাহ সাদমান রহমান বলেন, নির্ধারিত সময়ের আগেই আমরা প্রকল্পের কাজটি শেষ করেছি। কাজটি সমাপ্ত করতে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে। এ ছাড়া বান্দরবান সেনা জোন সার্বিক সহযোগিতা করেছে। আমরা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় বাড়াইনি এবং সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কিছু কাজ সম্পাদন করা হয়েছে। এর ফলে পার্বত্য জেলা বান্দরবানের সঙ্গে নিরাপদ সড়ক যোগাযোগ স্থাপন হবে দেশের বিভিন্ন অঞ্চলের। দুর্ঘটনার হারও কমে আসবে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দীন বলেন, বান্দরবান-কেরানীহাট সড়ক প্রশস্তকরণের কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে পর্যটকসহ স্থানীয়দের যাতায়াতব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। ব্যবসাবাণিজ্যে গতি আসবে, অর্থনৈতিকভাবে এলাকার উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে সড়কটি শিগগির উদ্বোধন করা হবে।