গুণীজন ও কবি সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার সকাল ১০ থেকে শুরু হয় রাত্র ১২ টায় সমাপ্ত আনন্দ উচ্ছ্বাসে নান্দনিক ভাবে চারটি পর্বে একের পর এক করে বাংলাদেশ শিশু একাডেমি – ঢাকা – বাংলাদেশে । সকল কবি বন্ধু, লেখক, ছড়াকার, আবৃত্তিকার,
সাহিত্যপ্রেমী পাঠকবন্ধুরা এসেছিলেন স্বদেশ ও প্রবাস থেকে , অনুষ্ঠানে সবান্ধব সাদর আমন্ত্রিত জানানো হয় । অতি অল্প সময়ের প্রস্তুতিতে এ অনুষ্ঠান তাই সবাইকে ফোনে, কার্ডে ইনবক্সে, দাওয়াত দিতে পারিনি আমরা তার পরেও প্রচারের ও মিডিয়ার মাধ্যমে বিশেষ বিশেষ আলোকিত জন সহ
মেম্বার এসে যায় হল রুমে স্থান পরিপূর্ণ হয়ে অনেক শুভাকাঙ্ক্ষীরা দাড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন তাই এ বিষয় আমাদের ক্ষমা সুন্দর ভাবে দেখা ও নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি । সকলের সাথে যোগাযোগ করতে না পারলেও আপনাদের আগমন আপনাদের ক্ষমা সুন্দর চোখে দেখে আমারদের হৃদয়ের আহ্বানে আপনার সবাই চলে এসেছেন এটাই আপনাদের জাকপের প্রতি ভালোবাসা । অনুষ্ঠান স্থান ছিলো বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। আর উপস্থিত ছিলেন দেশ ও বিদেশী কবি গুণীজন – আমি প্রবাসে হংকং আমার সম্মাননা গ্রহণ করে আমার অনুজ বা ছোট ভাই লায়ন এস এম জুলফিকার- সাংবাদিক ও মানবাতাবাদী কর্মী সংগঠক ।
ধন্যবাদ জ্ঞাপনে –
সভাপতি জনাব টিপু রহমান – কবি সাহিত্যিক , সংগঠক
জাতীয় কবি পরিষদ ( জাকপ ) এবং
লায়ন দিদার সরদার
উপদেষ্টা ও পরামর্শক জাতীয় কবি পরিষদ ( জাকপ )
প্রকাশক – সম্পাদক সময়ের কণ্ঠধ্বনি ।
আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার সংগঠক ।