বৃহষ্পতিবার বিকেল ৫টায় জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার আহবায়ক মাজেদুল ইসলাম ছাত্তারকে পুলিশ গ্রেফতার করে। মাজেদুল ইসলাম ছাত্তারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আজ এক বার্তায় নেতৃদ্বয় বলেন, পুলিশ বাহিনী অবৈধভাবে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে গণ-গ্রেফতারের পায়তারা করছে। গণতন্ত্র পুণঃরুদ্ধার আন্দোলনকে দাবিয়ে রাখায় চেষ্টাসহ নেতকর্মীদের হয়রানি করার উদ্দ্যেশে এ তান্ডব চালিয়ে যাচ্ছেন। জামালপুর জেলা কৃষকদল আহবায়ক মাজেদুল ইসলাম ছাত্তার তার নিজ বাড়িতে অবস্থানরত সময় পুলিশ বাহিনী তাকে প্রতিহিংসা মূলকভাবে গ্রেফতার করে।
নেতৃদ্বয় অবিলম্বে মাজেদুল ইসলাম ছাত্তারের নিঃশর্ত মুক্তি দাবি ও হয়রানি মূলক গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।