রাশিয়া, জাতিসঙ্ঘের বিতর্কিত মানবাধিকার পরিষদে তার আসন ফিরে পাবার প্রচেষ্টায় মঙ্গলবার ব্যর্থ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ২০২২ সালের এপ্রিল মাসে সাধারণ পরিষদ দেশটির সদস্যপদ স্থগিত করে।
হিউমান রাইটস ওয়াচের জাতিসঙ্ঘ পরিচালক লুই শারবোনো বলেন, জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো, রাশিয়ার নেতৃত্বের কাছে এ মর্মে এক শক্ত বার্তা পাঠায় যে- যে সরকার অসংখ্য যুদ্ধাপরাধ এবং মানবতার প্রতি অপরাধের জন্য দায়ী, তারা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।
গোপন ব্যালটে নেয়া এই ভোটে, আলেবিনয়া, বুলগেরিয়া ও রাশিয়া পূর্ব ইউরোপীয় আঞ্চলিক গ্রুপের জন্য নির্দিষ্ট দু’টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। সর্বোচ্চ ৯৭ ভোটের প্রয়োজন ছিল। মস্কো পায় ৮৩টি ভোট, বুলগেরিয়া পায় ১৬০টি ভোট এবং আলবেনিয়া পায় ১২৩ ভোট।
ভোটের আগেই অধিকার কর্মীরা সতর্ক করে দিয়েছিলেন যে- ইউক্রেনে নৃশংসতা চালানোর পাশাপাশি, সেই আক্রমণের সময় থেকে ক্রেমলিন দেশের ভেতরেও অভ্যন্তরীণ অধিকার ও স্বাধীনতার উপর বিধিনিষেধ খুব কড়াকড়িভাবে প্রয়োগ করছে। আর তাই দেশটি মানবাধিকার পরিষদে ফিরে আসার যোগ্যতা রাখে না।
৪৭ সদস্য বিশিষ্ট জেনেভাভিত্তিক এই অধিকার সংগঠনে তিন বছর মেয়াদের সদস্যপদ লাভের জন্য ১৫টি আসন ছিল।
বিজয়ীরা তাদের তিন বছর মেয়াদের এই দায়িত্ব গ্রহণ করবেন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে।
সূত্র : ভয়েস অব আমেরিকা