শনিবার, ০১:৫৯ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জাতিসংঘে দেওয়া শেখ হাসিনার বক্তব্য হাস্যকর: ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭ বার পঠিত

‘নিজ দেশে হত্যাযজ্ঞ চালু রেখে জাতিসংঘে যুদ্ধ চাই না বলে দেওয়া শেখ হাসিনার বক্তব্য হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘নতুন ছদ্মবেশ নিয়ে আরেকবার একনায়কতন্ত্র কায়েম করতে চায় সরকার। গুম, খুন, হত্যা করে বিএনপিকে দমাতে পারবে না আওয়ামী লীগ সরকার। জনগণের অধিকার আদায়ে বিএনপির আন্দোলন চলবেই।’

তিনি বলেন, ‘যুবদলকর্মী শাওনের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। শাওনের মৃত্যুর ব্যাপারে আওয়ামীপন্থীরা বলছেন, পেছন থেকে ইটের আঘাতে মরেছে। অথচ ডেথ সার্টিফিকেটে এসেছে গান শর্ট। হত্যা করে আবার মিথ্যাচার করছে আওয়ামী লীগ। যেসব নেতাকর্মী জীবন দিচ্ছেন; তাদের আত্মত্যাগ বিএনপির জন্য নয়; সমগ্র জাতির মুক্তির জন্য। এই মুক্তি নিশ্চিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যে জন্য যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ এখনো আছে। অধিকার আদায় হয়নি। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। জাতীয় চার নেতার নাম নেই কোথাও। জেনারেল ওসমানির নাম উল্লেখ করা হয় না। জিয়ার নাম উচ্চারণ তো নয়ই, বরং খাটো করা হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com