মঙ্গলবার, ০১:৪৬ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে : জামায়াত আমির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭ বার পঠিত

জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। অস্তিত্ব ফিরে পেতে লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে আমাদের মর্যাদার লড়াই। এই লড়াইয়ে বিজয়ী হলে আল্লাহতালা বাংলাদেশের জনগণকে একটি মানবিক বাংলাদেশ দেবে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শনে গিয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সূবর্ণচর উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির জনাব কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শামছুদ্দিন, ফেনী জেলা আমির মুফতী মাওলানা আব্দুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শেখ সাহাব উদ্দিন, সূবর্ণচর উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উল্লাহ মুকুল প্রমুখ।

ডা: শফিকুর রহমান বলেন, ‘সুবর্ণচরে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮ সালে মানুষ রুপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সে দিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এরকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে।’

তিনি বলেন, ‘মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। কেউ যদি অহংকার দেখায়, আল্লাহতালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের চেয়েও বেশি। কিন্তু পশুরা তা বুঝল না। মানুষের বিবেকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত।’

জামায়াত আমির আরো বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার গরম দেখাবো না। নিজের কপাল অবৈধভাবে বড় করার চেষ্টা করব না। এটা আমাদের ইচ্ছা নয়। আল্লার ভয় এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হব।’

পরে তিনি জেলা শহর মাইজদীতে পথসভায় বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com