জমি নিয়ে বিরোধের জের ধরে এক জামাত নেতার নেতৃত্বে মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামের একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর অতর্কিতে হামলা চালিয়ে ওই পরিবারের নারীসহ ৪জনকে পিটিয়ে আহত করেছে জামাত-বিএনপি সমর্থক প্রতিপক্ষরা। আহতদের মধ্যে মাথা ফেটে রক্তাক্ত জখম হওয়া সুমন পাল (৩৩)কে গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামায়াত নেতা রিয়াজুল ইসলাম (সোহেল প্যাদা)কে গ্রেফতার করেছে।
আহত সুমন পালের স্ত্রী রুম্পা পাল অভিযোগ করেন, জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়ন জামায়াতের সদস্য এবং ওই উপজেলার চর হোগলপাতিয়া গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ প্যাদার ছেলে ও গৌরনদী উপজেলার সরিকল বাজারের কল্পনা ফার্মেসির মালিক্ রিয়াজুল ইসলাম (সোহেল প্যাদা) তার ভাই রুবেল প্যাদা ও তাদের সহযোগী পিয়ালের নেতৃত্বে জামাত-বিএনপি’র সমর্থক ৪০/৫০ জন লোক একত্রিত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিশোটা নিয়ে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুমন পালের বাড়ির সামনের চায়ের দোকান ঘর এবং তার বসত ঘরে আক্রমণ করে। তারা এ সময় এলোপাতাড়ি পিটিয়ে রুম্পা পালের স্বামী সুমন পাল, শাশুড়ি, (সুমন পালের মা) স্বরলা পাল (৭০), ভাসুর অরুন পাল (৪২), ভাসুরের মেয়ে ঝর্না পাল (১৮), কে পিটিয়ে আহত করে। হামলাকারীরা তখন টানা-হেচরা করে তার (রুম্পা পালের) কাপড়-চোপড় ছিড়ে ফেলে এবং দোকানের ক্যাশে থাকা নগদ ৩০হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয় আর গুরুতর আহত তার স্বামী সুমন পালকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সদস্য ও সরিকল বাজারের কল্পনা ফার্মেসির মালিক মোঃ রিয়াজুল ইসলাম (সোহেল প্যাদা) বলেন, গত ৮ বছর পূর্বে আমি সুমন পাল এর কাছ থেকে ৬ শতক জমি কিনি। এই আট বছরে সে আমাকে জমিটি বুঝিয়ে দেয়নি। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। আজ সারাদিন আমি ফার্মেসিতেই ছিলাম। সরিকলে আজ ছিল হাটবার। ফার্মেসিতে ক্রেতার ভিড়ে আমি সারাদিনে খাবার খাওয়ারও সুযোগ পায়নি। আমার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। আপনারা এসে চেক করে দেখুন। ঘটনার সময় আমি দোকানে ছিলাম কিনা। অপরদিকে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক হামলার শিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম.জহির উদ্দিন স্বপন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। এ সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গণমাধ্যমে অভিযোগ তুলবেন বলে ঘোষণা দিয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, হামলার শিকার সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে ৬০জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রিয়াজুল ইসলাম সোহেল প্যাদাকে গ্রেফতার করেছে ।