আওয়ামী লীগের প্রচারপত্র বিলির অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা সজিব মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মন্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করছে। পরে তাকে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, ‘ছাত্রলীগের নেতা সজিবকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’