ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার মালিক এখন মাহমুদুল্লাহ রিয়াদ।
আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে ৩টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। এই ইনিংসে ৩টি ছক্কায় বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক হলেন তিনি।
বিশ্বকাপে ১৭ ইনিংসে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ ১৬টি ছক্কার মালিক মাহমুদুল্লাহ। এতে পেছনে পড়ে গেলেন মুশফিকুর রহিম। ৩২ ইনিংসে ১৩টি ছক্কা নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন মুশফিক।
১০টি ছক্কা নিয়ে তৃতীয়স্থানে আছেন অধিনায়ক সাকিব আল হাসান।